মান্নান-এর স্মরণে ৪০দিন
অজয় মুখার্জী, কলকাতা,২৪ শে ডিসেম্বর:ফের মুর্শিদাবাদের মানুষ তাদের উপস্থিতি দিয়ে বুঝিয়ে দিল যে তারা মান্নান হোসেনকে ভুলতে পারবে না।প্রয়াত জেলা সভাপতির নিজভবন শিয়ালমারা গ্রামে মৃত্যুর ৪০ দিন উপলক্ষে দোয়ার মজলিস সভ অনু্ষ্ঠিত হল । উক্ত সভায় পশ্চিমবঙ্গ সরকারের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারি; শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন; জেলা সভাপতি সু্ব্রত সাহা সহ মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব; বিধায়ক ও প্রত্যেকটি মহকুমা সভাপতি ; ব্লক সভাপতিগণ উপস্থিত ছিলেন। সারা জেলার প্রায় ২৫ হাজার নেতা-কর্মী অংসগ্রহণ করেন সভাশেষের মধ্যান্যভোজে।উল্লেখিত সভা ও প্রীতিভোজ আয়োজনের মাধ্যমে পিতার আত্মার শান্তিকামনা করেন তাঁর দুই সু-পুত্র রাজীব হোসেন ও সৌমিক হোসেন।।