ধোনির গিফ্টে ক্রিসমাস পালন ভারতীয় ক্রিকেট টিমের
অজয় মুখার্জী,ডিসেম্বর ২৫: ফের একবার ফিনিসার ধোনির ছটায় ম্লান হয়ে গেল শ্রীলঙ্কার শেষ বেলার লড়াই । ভারতকে ম্যাচ ও সিরিজ উপহার দিলেন সান্তা ধোনি ।।
সংক্ষিপ্ত স্কোর;শ্রীলঙ্কা ১৩৫-৭( ২০ ওভারে ),
ভারত ১৩৯-৫( ১৯.২ ওভারে )