মন্ত্রী গৌতম দেবের বাড়ির কাছে শিলিগুড়ির সুভাষপল্লি এলাকায় একটি ব্যাঙ্কের ATM লুটের চেষ্টা

মন্ত্রী গৌতম দেবের বাড়ির কাছে শিলিগুড়ির সুভাষপল্লি এলাকায় একটি ব্যাঙ্কের ATM লুটের চেষ্টা

শিলিগুড়ি, ২৩ নভেম্বর : মন্ত্রী গৌতম দেবের বাড়ির কাছে শিলিগুড়ির সুভাষপল্লি এলাকায় একটি ব্যাঙ্কের ATM লুটের চেষ্টা করল দুষ্কৃতীরা। ATM-র CCTV ভেঙে দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ।
গতরাতে ATM লুটের চেষ্টা করে একদল দুষ্কৃতী। প্রথমে তারা ATM মেশিনের ভল্ট ভাঙার চেষ্টা করলেও সফল হয়নি ।ফলে টাকাও হাতাতে পারেনি। তথ্য প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা  CCTV ক্যামেরা ভেঙে দেয় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে শিলিগুড়ি থানার পুলিশ।