গোরুমারা জাতীয় উদ্যানের ভিতর ৩১ নম্বর জাতীয় সড়কের উপর সিদ্দিক হুসেন নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিষে মারল একটি হাতি
জলপাইগুড়ি, ২৩ নভেম্বর : গোরুমারা জাতীয় উদ্যানের ভিতর ৩১ নম্বর জাতীয় সড়কের উপর সিদ্দিক হুসেন নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিষে মারল একটি হাতি। ওই ব্যক্তি গাড়ি থেকে নেমে হাতিকে স্যালুট করতে গিয়েছিলেন বলেই স্থানীয় সূত্রে জানা গেছে। সিদ্দিক হুসেন ব্যাঙ্কে নিযুক্ত নিরাপত্তা এজেন্সিতে কাজ করতেন। জলপাইগুড়ি সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি।
সিদ্দিক গাড়ি নিয়ে মালবাজার থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিলেন। গোরুমারা জাতীয় উদ্যানের ভিতর ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে তাঁদের গাড়ি যাচ্ছিল। কিন্তু, সামনে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে পড়ায় তাঁদেরও গাড়ি থামাতে হয়। বন্দুক হাতে রাস্তায় নেমে সিদ্দিক দেখেন, একটা হাতি দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি স্যালুট করতে শুরু করেন হাতিটিকে। হাতিটি তাঁকে দেখে এগিয়ে আসে। কিন্তু,সিদ্দিক না সরে সেখানেই দাঁড়িয়ে স্যালুট করতে থাকেন। ক্ষিপ্ত হাতিটি তাঁকে পিষে শুঁড় দিয়ে তুলে নিয়ে আসে রাস্তার মাঝখানে। ঘটনাস্থানেই মারা যায় সিদ্দিক।