মধ্যমগ্রামে অনুষ্ঠিত হলো বাবু মিত্র স্মৃতি চ্যালেঞ্জ কাপ

মধ্যমগ্রামে অনুষ্ঠিত হলো বাবু মিত্র স্মৃতি চ্যালেঞ্জ কাপ

প্রিয়াঙ্কা ঠাকুর ,১৯ নভেম্বর,মধ্যমগ্রাম:মধ্যমগ্রামে অনুষ্ঠিত হলো বাবু মিত্র স্মৃতি চ্যালেঞ্জ কাপ।বাবু মিত্রের হৃদয়ে ছিলো ফুটবলে তাঁর পায়ের কাজও ছিলো অসাধারণ । তাঁর সারাটা  জীবন কেটেছে ফুটবলকে কেন্দ্র করেই।প্রয়াত বাবু মিত্রের স্মৃতির উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানের উদ্বোধন করেন তাঁর দাদা তথা, বঙ্কিমপল্লীর পৌরপিতা অরবিন্দ মিত্র ।উপস্থিত ছিলেন বিশিষ্ঠ খেলোয়াড় সহ ফুটবলপ্রেমী বিভিন্ন পেশার প্রথিতযশা মানুষ।
উদ্বোধনের প্রাক্কালে বিভিন্ন স্কুলের কচিকাঁচাদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মাঠ প্রদক্ষিণ করে । কচিকাঁচাদের সঙ্গে পা মেলান সর্বস্তরের মানুষ।