শ্রীনগর, ১৮ নভেম্বর : ভারী তুষারপাতে বন্ধ হল জম্মু ও কাশ্মীরের মুঘল রোড।সকাল থেকে একটানা তুষারপাতের ফলে ঢেকে গেছে বিভিন্ন এলাকা।বাড়ির ছাদ থেকে রাস্তা সর্বত্র জমেছে বরফের পুরু স্তর। ব্যাহত যান চলাচল। রাস্তায় বরফ সরানোর কাজ শুরু হলেও রাস্তা কখন খুলবে তা স্পষ্ট নয়।তুষারপাতের ফলে শুক্রবার উত্তর কাশ্মীরের গুলমার্গ, লাদাখের লেহ এবং কার্গিলের তাপমাত্রা শূন্যের নিচে চলে যায়। ১৫ তারিখ থেকেই কাশ্মীর উপত্যকায় শুরু হয়েছে তুষারপাত। এরপর থেকেই কমতে থাকে তাপমাত্রা। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, তাপমাত্রা আরও কমতে পারে। বাড়তে পারে তুষারপাত।