ঘরের ভেতরেই নিজে হাতে নিজের তৈরী চিতাতেই আত্মাহুতি দিলেন ৯০ বছরের বৃদ্ধা
মুম্বই, ১৬ নভেম্বর : ঘরের ভেতরেই নিজে হাতে তৈরী চিতার আগুনে আত্মহত্যা করলেন ৯০ বছরের বৃদ্ধা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোলাপুর জেলার বামানি গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে,নিজেরই ঘরের ভেতর নিজে হাতেই তৈরি করেছিলেন চিতাটি । কাল্লাভা দাদু কাম্বলি নামের ওই বৃদ্ধা নিজের তৈরী চিতাতেই আত্মাহুতি দেন । তাতে আগুন দিয়ে পুড়ে মরেন। গত সোমবার রাতে এই ঘটনা ঘটেছে। তবে বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার।
প্রায় ছয় দশকেরও বেশী সময় ধরে ওই বাড়িতে একাই থাকতেন কাল্লাভা। সোমবার সন্ধ্যায় তাঁর নাতনি তাঁকে খাবার দিয়ে যায়। খাওয়াদাওয়া সেরে তিনি ঘরের ভেতর ঘুমোতে যান।তদন্তকারীদের ধারণা, এরপরই ঘরের ভেতরেই কাঠ ও ঘুঁটে দিয়ে একটি চিতা সাজান।এরপর সেই চিতায় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে শুয়ে পড়েন তিনি।ফলে,ঘরের ভিতরেই অগ্নিদগ্ধ হয়েই মারা যান তিনি।
পরের দিন সকালে নাতনি তাঁকে দুধ খাওয়াতে গিয়ে অনেক ডাকাডাকির পরও ঠাকুমার সাড়া পায়নি।তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন । খবর পেয়ে তাঁর ছেলেও ছুটে এসে ঘরের দরজা ভেঙে মায়ের আধপোড়া মৃতদেহ দেখতে পান।