বেলডাঙ্গায় প্রায় ৩৪ লক্ষ টাকার এম.জি.এন.আর.ই.জি.এ. প্রকল্পের উদ্বোধন করলেন ডোমকল পৌরসভার পৌরপিতা সৌমিক হোসেন

বেলডাঙ্গায় প্রায় ৩৪ লক্ষ টাকার এম.জি.এন.আর.ই.জি.এ. প্রকল্পের উদ্বোধন করলেন ডোমকল পৌরসভার পৌরপিতা সৌমিক হোসেন

অজয় মুখার্জী,ডোমকল: ডোমকল পৌরসভার পৌরপিতা সৌমিক হোসেন এম.জি.এন.আর.ই.জি.এ. প্রকল্পের অন্তর্গত একটি প্রকল্পের উদ্বোধন করলেন।মুর্শিদাবাদের বেলডাঙা ব্লকের ভাবটা ১ অঞ্চলের মহেশপুর হিন্দুপাড়া শিবমন্দিরের কাছ থেকে ভাবটা উপস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত এই প্রকল্পের ব্যায় হবে প্রায় ৩৪ লক্ষ টাকা । প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রদীপ বিশ্বাস । এছাড়া বিধায়ক রবিউল আলম চৌধুরী , বেলডাঙা ১ এর সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভরাংশু মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ।