অন্ধ্রপ্রদেশের গুন্টুরে ভেঙে পড়ল একটি চারতলা বাড়ি
গুন্টুর,১২ নভেম্বর :অন্ধ্রপ্রদেশের গুন্টুরের নিকাশি নালার সংস্কারের কাজ চলছিল। আর ভেঙে পড়ল একটি চারতলা বাড়ি।বাড়িটির কাছেই আছে মানি হোটেল সেন্টার।নিকাশি নালার সংস্কারের জেরেই বাড়ির ভিত দুর্বল হয়ে যায় বলে অনুমান এলাকাবাসীর।তবে, হতাহতের কোনো খবর নেই ।