ধোঁয়াশার জেরে ১১ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ নয়ডা ও আলিগড় জেলা প্রশাসনের
দিল্লি, ৯ নভেম্বর : মঙ্গলবার সকাল থেকে ধোঁয়াশার চাদরে ঢেকেছে রাজধানীর বিস্তীর্ণ এলাকা। বুধবার তা গুরুতর আকার নিয়েছে। আজও অবস্থা অপরিবর্তিত। ধোঁয়াশার জেরে ১১ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে নয়ডা ও আলিগড় জেলা প্রশাসনের তরফে। ধোঁয়াশার জেরে আজ দিল্লিতে ১০টি ট্রেন বাতিল হয়েছে।৪২টি ট্রেন দেরিতে পৌঁছেছে।৯টি ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয় ।
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফে সমস্ত নির্মীয়মাণ প্রকল্পগুলোয় জল দিতে বলা হয়েছে। নির্মাণের দ্রব্য ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সংস্থাগুলি দূষণ সংক্রান্ত বিধি মেনে চলছে কি না তা খতিয়ে দেখতে বলা হয়েছে।
গতকাল দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া রবিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। দূষণের মাত্রা কমাতে পাশের রাজ্য পঞ্জাব ও হরিয়ানাকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।