রাস্তার উপরেই কাতরাচ্ছে মৃতপ্রায় মানুষ ;আর ,মদের বোতল লুঠ করতে ব্যস্ত গ্রামবাসী

রাস্তার উপরেই কাতরাচ্ছে মৃতপ্রায় মানুষ ;আর ,মদের বোতল লুঠ করতে ব্যস্ত গ্রামবাসী

নিউজ ব্যুরো : মহারাষ্ট্রের জলগাঁও-এ মদের বোতল বোঝাই ট্রাক ধাক্কা মারে একটি মোটরবাইকে।ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহীর।আরোহীদের ২ জন মারা না গেলেও দুর্ঘটনায়  আহত, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন।দুর্ঘটনার পর ভয়ে চম্পট দেয় ট্রাকের চালক।অথচ , গুরুতর আহতদের  অবস্থা দেখেও দেখলেননা কোনো গ্রামবাসীই।এর কারণ ঐ মোদের বোতল ।  
কোনোরকম সুরক্ষা ছাড়াই চোখের সামনে থরে থরে সাজানো মদের বোতল পেয়ে আহতদের হাসপাতালে নিয়ে ছোটার চেয়ে বরং এই সুযোগে যত বেশি সম্ভব মদের বোতল ঘরে তোলায় লাভ বেশি বলে মনে হয় গ্রামবাসীদের। মদ চুরির হিড়িকে রাস্তার উপরেই কাতরাতে থাকেন আহতেরা।আর ,মদের বোতল লুঠ করতে ব্যস্ত থাকে গ্রামবাসী।অবশেষে পুলিশ এসে ব্যবস্থা নেয়।