পুরী যাবার পথে দুর্ঘটনার কবলে চন্দননগরের মেয়রের গাড়ি; মৃত ১, আহত ৪
নিউজ ব্যুরো , চন্দননগর, ৫ নভেম্বর : ওড়িশার জলেশ্বরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল চন্দনগরের মেয়র রাম চক্রবর্তীর চালকের । এই ঘটনায় আহত হয়েছেন মেয়র রাম চক্রবর্তী সহ চারজন।আহতদের বালেশ্বর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে রামবাবু ইন্ডিকা ও ট্রাভেরা গাড়িতে তাঁর পরিবারের লোক ও বন্ধু সহ মোট ৯ জনকে নিয়ে পুরী যাচ্ছিলেন। জলেশ্বরের রাজঘাট ব্রিজের কাছে এলে ইন্ডিকা গাড়ির চাকা পাংচার হলে সেটিকে সারাই করার জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। ট্রাভেরা গাড়িটি এগিয়ে গিয়ে দাঁড়ালে ইন্ডিকার যাত্রীরা গিয়ে ট্রাভেরা গাড়িতে ওঠে।ঠিক সেই সময় পিছন দিক থেকে একটি ট্রাক এসে ইন্ডিকা গাড়িটিকে ধাক্কা মারলে ইন্ডিকা গাড়িটি গিয়ে ট্রাভেরা গাড়িটিকে ধাক্কা মারে।ফলে, সেটি তিন-চারবার পালটি খেয়ে পাশের জমিতে গিয়ে পড়ে।
ঘটনাস্থানেই মৃত্যু হয় চালক দেবার্থ মুখার্জির। গাড়িতে থাকা বাকিরা আহত হন। আহতদের মধ্যে দুজনের চিকিৎসা চলছে বালেশ্বরে। বাকি দুজনের চিকিৎসা চলছে জলেশ্বরে।