মুম্বই বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত ১১টি আইফোন X গ্রেফতার ১

মুম্বই বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত ১১টি আইফোন X গ্রেফতার ১

মুম্বই, ৫ নভেম্বর : মুম্বই বিমানবন্দরে ১১টি লেটেস্ট মডেলের iPhone X সহ ভবেশ রবজিভাই ভিরানি নামে এক ব্যক্তিকে আটক করলো কাস্টমস। ওই ব্যক্তি হংকং থেকে আসছিলেন।
জানা গেছে আটক করা ওই ১১টি iPhone এর মূল্য ১০ লাখ ৫৭ হাজার ৩৮৮ টাকা।কাস্টমস আধিকারিকরা জানিয়েছেন তদন্ত করে দেখা হচ্ছে যে , কেন তিনি ওই ফোনগুলি এদেশে নিয়ে আসছিলেন।