রেল লাইনে বিশাল ফাটল অল্পের জন্য রক্ষা পেলো হাটেবাজারে ও পদাতিক এক্সপ্রেস
মালদা ৫ অক্টোবর :মালদার সামসি রেল গেটের কাছে রেল লাইনে এক ফুট ফাটল দেখা যায় । সকালে একটি মাল গাড়ি যাওয়ার পর বিকট আওয়াজে ছুটে যান রেলের কর্মীরা। সেখানেই তাঁরা দেখতে পান আপ লাইনে এই ফাটল।অথচ, প্রতিদিনের রুটিন পরীক্ষার সময়ে কারোই নজরে পড়েনি এই বিশাল ফাটল।
তার পরেই হাটে বাজারে ও পদাতিক এক্সপ্রেসকে দাঁড় করানো হয়।তবে, ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। রেল লাইন সারানোর পর প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। হাটেবাজারে ও পদাতিক এক্সপ্রেস প্রায় চার-সাড়ে চার ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরে গন্তব্যস্থলের দিকে রওনা হয়।
কিম্তু,কিভাবে এই ফাটল তা নিয়ে পূর্ব রেলের পদস্থ আধিকারিকরা মুখ খুলতে চাননি। তাঁরা জানিয়েছেন, বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।