মুর্শিদাবাদের নবগ্রামেরর পলসন্ডায় তৃণমূল কংগ্রেসের প্রকাশ্য সভায় বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী
অজয় মুখার্জী ,পলসন্ডা: আসন্ন পঞ্চায়েৎ ভোটের প্রস্তুতি হিসেবে মুর্শিদাবাদের নবগ্রামেরর পলসন্ডায় তৃণমূল কংগ্রেসের প্রকাশ্য সভা অনুষ্ঠিত হল । উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী , রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সৌমিক হোসেন,রাজীব হোসেন সহ জেলার শীর্ষ নেতৃবৃন্দ।