কাশ্মীরে পাকিস্তানি সেনার গুলিতে শহিদ হলেন বি.এস.এফ. জওয়ান বহরমপুরের তপন মণ্ডল
বহরমপুর, ২ নভেম্বর : কাশ্মীরে পাকিস্তানি সেনার গুলিতে শহিদ হলেন মুর্শিদাবাদের বহরমপুর থানার সাঁটুই ভগবানবাটির বাসিন্দা বি.এস.এফ. জওয়ান তপন মণ্ডল(২৬)।তিনি কাশ্মীর সীমান্তের সাম্বা সেক্টরে কর্মরত ছিলেন। আজ তপনের শহিদ হওয়ার খবর বাড়িতে এসে পৌঁছেছে। মাস ছয়েক আগে বিয়ে হয় তপনের।দেড় বছর তিনি সাম্বা সেক্টরে কর্মরত ছিলেন।পুজোর ছুটিতে বাড়িতে এসে ভাইফোঁটার পরদিন ফের নিজের কাজের জায়গায় চলে যান তিনি ।বি.এস.এফ এ র তরফে জানানো হয়েছে, আজ সকাল সাড়ে ৯টা নাগাদ সাম্বা সেক্টরে জওয়ানদের রুট মার্চের সময় হঠাৎই গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনা।পালটা জবাব দেন ভারতীয় জওয়ানরাও।গুলিবর্ষণে গুরুতর জখম হন জওয়ান তপন মণ্ডল। পরে তাঁকে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বিকেল চারটে নাগাদ পরিবারকে তপনের মৃত্যুর খবর জানানো হলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।তবে, শহিদ জওয়ানের মরদেহ কবে বাড়ি আসবে, তা জানা যায়নি।