ভুটানের যুবরাজকে ফুটবল ও দাবা উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
দিল্লি, ২ নভেম্বর : চারদিনের সফরে গতকাল ভারতে আসেন ভুটানের রাজা, রানি ও যুবরাজ। গতকাল ভুটানের রাজপরিবারের এই তিন সদস্য প্রধানমন্ত্রীর বাসভবনে এসে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।সেখানেই ভুটানের যুবরাজকে ফুটবল ও দাবা উপহার দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাক্ষাতের পর নরেন্দ্র মোদি টুইট করেন, “ভুটানের রাজা, রানি ও যুবরাজের সঙ্গে দারুণ বৈঠক হল।” এই পোস্টের সঙ্গে তিনি ভুটানের যুবরাজের সঙ্গে তোলা ছবিও পোস্ট করেন।প্রসঙ্গত: ডোকালাম ইস্যুতে কিছুদিন আগে ভারত ও চিনের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছিল। তখন এই বিষয়ে ভারতের পাশে দাঁড়ায় ভুটান।ভারতের দাবি ছিল, ডোকালাম নিয়ে ভারত, ভুটান ও চিনের মধ্যে হওয়া ত্রিপাক্ষিক চুক্তি ভঙ্গ করছে চিন।