ওড়িশার মালকানগিরি ব্লকের মুনসা গ্রামের বাসিন্দা দাশরথি পাদিয়ামি সকালবেলা ঘুম থেকে উঠে টের পেলেন যে তিনি সারারাত কাটিয়েছেন ১২ ফুট লম্বা ৫০০ কেজি ওজনের বিশাল একটা কুমিরের সঙ্গে।
মালকানগিরি (ওড়িশা), ২ নভেম্বর :ওড়িশার মালকানগিরি ব্লকের মুনসা গ্রামের বাসিন্দা দাশরথি পাদিয়ামি রাতের খাবার খেয়ে সকাল সকাল চাদরমুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েন । কিম্তু , সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন বিশাল একটা কুমির শুয়ে রয়েছে তাঁর বিছানার পাশেই। আস্ত কুমির দেখে পড়ি কী মরি করে বাড়ির বাইরে বেরিয়ে দাশরথি।দাশরথি পাদিয়াম ও তাঁর স্ত্রীর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। অ্যাসবেসটসের চাল ভেঙে দাশরথির দুই মেয়েকে উদ্ধার করেন তাঁরা।শেষমেশ ৫০০ কেজি ওজনের ১২ ফুটের কুমিরটিকে ধরে বাঁধা হয় গাছের সঙ্গে। খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকরা ছুটে আসেন। তাঁরাই কুমিরটিকে মুনসা গ্রাম থেকে ৬০ কিমি দূরে থাকা একটি জলাশয়ে ছেড়ে দেন।।