ব্যান্ডেলের কাজিডাঙায় এক অবসরপ্রাপ্ত অধ্যাপিকা গভীর রাতে খুন হলেন নিজের বাড়িতেই
ব্যান্ডেল,২৬অক্টোবর : ব্যান্ডেলের কাজিডাঙায় এক অবসরপ্রাপ্ত অধ্যাপিকা গভীর রাতে খুন হলেন নিজের বাড়িতেই। সুলেখা মুখোপাধ্যায়(৬৫) নামের ওই মহিলা কাজিডাঙার বাড়িতে একাই থাকতেন ।তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ছিলেন। সুলেখাদেবী বর্তমানে হুগলির ইতিহাস অনুশীলনের সম্পাদিকার দায়িত্বে ছিলেন ।ফলে, তাঁর বাড়িতে প্রাচীন বেশ কিছু মূল্যবান সামগ্রী ছিল বলেই স্থানীয়দের অনুমান। গয়না-সহ আরও প্রাচীন মূল্যবান সামগ্রী তাঁর বাড়িতে থাকতে পারে বলেই অনুমান স্থানীয়দের।পুলিশের সন্দেহ, ডাকাতির জন্যই ওই বাড়িতে হানা দিয়েছিল দুষ্কৃতীরা।ডাকাতদের বাধা দিতে গিয়েই খুন হন ওই বৃদ্ধা।ঘরে ব্যাপক লুঠপাট চালায় দুষ্কৃতীরা। নিয়ে যায় সোনার গয়না-সহ বহু মুল্যবান সামগ্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সুলেখাদেবী কোথাও বেড়াতে গিয়েছিলেন।তখন বাড়ি ফাঁকাই ছিল।তিনি দিনকয়েক আগে বাড়িতে ফিরে আসেন। শুক্রবার সকালে তাঁর পরিচারিকা কাজ করতে এসে অনেক ডাকাডাকির পরও সুলেখাদেবীর সাড়া পাননি। সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকলে দেখা যায় সুলেখাদেবী মুখ বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। মৃতদেহের পাশে পড়ে আছে শিলনোড়া, গ্লাভস, ছুরি ইত্যাদি। আলমারিও ভাঙা।ঘরের সব জিনিস তছনছ হয়ে পড়ে আছে।
প্রাথমিক তদন্তের পর তদন্তকারীদের অনুমান, বাড়িটির তিনতলার দরজা খোলা ছিল। সেই দরজা দিয়েই দুষ্কৃতীরা ভেতরে ঢোকে। আবার সেই দরজা দিয়েই বেরিয়ে যায়। বাধা পেয়েই সুলেখা মুখোপাধ্যায়কে খুন করা হয় বলে অনুমান তদন্তকারীদের।কারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে, তা খতিয়ে দেখছেন পুলিশের আধিকারিকরা।