বউমার সঙ্গে অবৈধ সম্পর্ক সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন মহিলা
তেহট্ট, ২৪ অক্টোবর : বউমার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন ফুলমালা বিশ্বাস। গুরুতর আহত ৭০ বছরের বৃদ্ধ ঝন্টু বিশ্বাসকে তেহট্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবেশীরা, ফুলমালাকে পুলিশের হাতে তুলে দেন ।
ঝন্টু বিশ্বাসের বাড়ি তেহট্ট থানার বেতাইয়ে অফিসপাড়ায়। প্রায়ই বাড়িতে ঝামেলা লেগে থাকত।বউমার সঙ্গে ঝামেলা লেগেই থাকতো শাশুড়ির।বউমা সুন্দরী হওয়ায় ঝণ্টুবাবুর স্ত্রী ফুলমালা বিশ্বাস, তাঁর স্বামীর সঙ্গে বৌমার অবৈধ সম্পর্ক রয়েছে বলেই সন্দেহ করতেন । মঙ্গলবার রাতেও নিত্যদিনের মতো ঝামেলা শুরু হয়।প্রতিবেশীরা বিষয়টাতে তেমন আমল দেননি ; কিম্তু, অনেকক্ষণ ধরে চেঁচামেচির পর ঝণ্টুবাবুর আর্তনাদ শুনে ছুটে যান তাঁরা। গিয়ে দেখেন, ঝন্টু বিশ্বাসের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন স্ত্রী।তাঁকে, উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশীরা।
জানা গেছে,ফুলমালাদেবী বউমার সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্ক আছে বলে সন্দেহে এই কাণ্ড ঘটালেও প্রতিবেশীরা ঝণ্টুবাবু ও তাঁর বউমার মধ্যে আপত্তিকর কিছু কখনও দেখেননি। বরং দু’জনের সম্পর্ক খুব ভালো বলেই নেহাৎ সন্দেহের বশে এই কান্ড ঘটিয়েছেন ।