পাওনাদারের গুলিতে মৃত্যু স্ত্রীর
নিউজ ব্যুরো , দিল্লি ২৫ অক্টোবর : মেহেরা দম্পতি বুধবার ভোর ৪টে নাগাদ নিজেদের গাড়িতেই ফিরছিলেন গুরুদ্বার থেকে। চালকের আসনে ছিলেন স্বামী পঙ্কজ মেহেরা তাঁর পাশে ছিলেন স্ত্রী প্রিয়া মেহেরা ও তাঁদের শিশুপুত্র।
পুলিশ সূত্রের খবর, উত্তর দিল্লির রোহিনী এলাকার রোহিনী জেলের কাছে আসতেই একটি গাড়ি পথ আটকানোয় গাড়ি থামাতে বাধ্য হন পঙ্কজ। সেইসময় অন্য গাড়ি থেকে ৩/৪ নেমে আসে ।পঙ্কজের অভিযোগ, গাড়ি থেকে নেমেই তারা পঙ্কজকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। এই সময়ে আচমকাই ২টি গুলি গিয়ে লাগে প্রিয়া মেহেরার(৩৪) মাথায় ও ঘাড়ে। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।।গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয় আততায়ীরা।পুলিশের প্রাথমিক অনুমান, পঙ্কজ মেহেরাই লক্ষ্য ছিলো আততায়ীদের।কিম্তু , হাত ফস্কে গুলি লাগে প্রিয়ার গায়ে।তবে, পঙ্কজ মেহেরা ও তাঁদের শিশুপুত্র অক্ষত আছেন।
পঙ্কজ মেহেরার কাছ থেকে এক পাওনাদার লক্ষাধিক টাকা পেত, সেই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন পঙ্কজ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।