ভারতের পাশে দাঁড়িয়ে চিনকে কড়া বার্তা দিলেন মার্কিন বিদেশ সচিব টিলারসেন

ভারতের পাশে দাঁড়িয়ে চিনকে কড়া বার্তা দিলেন মার্কিন বিদেশ সচিব টিলারসেন

নিউজ ব্যুরো ,২০ অক্টোবর :চিনের 'প্রচোরণামূলক কার্যকলাপে'র বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিল আমেরিকা ।
আগামী সপ্তাহেই ভারত সফরে আসছেন ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ আধিকারিক টিলারসেন টি। তার আগে আমেরিকার ভারত সংক্রান্ত নীতি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, চিনের আচরণ ও কার্যকলাপ নিয়মের ভিত্তিতে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ খাড়া করেছে পাকিস্তানের মদতে যে সন্ত্রাসবাদী দলগুলির বাড়বাড়ন্ত হচ্ছে, সেগুলি এলাকার জন্য আতঙ্ক।
টিলারসেন বলেছেন, এই অনিশ্চয়তা ও উদ্বেগের পরিবেশে আন্তর্জাজিত ক্ষেত্রে ভারতের দরকার বিশ্বস্ত সঙ্গীর। আমাদের মূল্যবোধ, শান্তি ও উন্নয়নে দৃষ্টিভঙ্গিগত মিল থেকে অকপটে বলতে পারি আমেরিকাই ভারতের সেই সঙ্গী।