চুঁচুড়ার দেবীপুরে নাবালককে বলি দেওয়ার চেষ্টা, গ্রেফতার তান্ত্রিক
নিউজ ব্যুরো,১৮ অক্টোবর :চুঁচুড়ার দেবীপুরে মা কালীর কাছে নরবলি দিয়ে সিদ্ধিলাভের আশায় দীপঙ্কর দাস নামে এক কিশোরকে নিজের বাড়িতে ধরে এনে বলি দেওয়ার চেষ্টা করেছিলেন তান্ত্রিক স্বপন অধিকারী । গতরাতে বাড়ির পাশে থাকা মন্দিরে তন্ত্রসাধনার উপকরণ সাজিয়ে শুরু হয়েছিল পুজো। চলছিল চন্দননগর সুরের পুকুর এলাকার বাসিন্দা দীপঙ্করকে বলি দেওয়ার প্রস্তুতি। কিন্তু,সুযোগ বুঝে সব পরিকল্পনা ভেস্তে দিয়ে পালিয়ে য়ায় দীপঙ্কর । দীপঙ্কর পালিয়ে গিয়ে পরিবারের লোকজনকে জানানো মাত্রই তান্ত্রিকের বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয় মানুষজন।সঙ্গে তান্ত্রিকের কপালে জোটে বেদম প্রহার । খবর পেয়ে হাজির হয় চুঁচড়া থানার পুলিশ ।অভিযুক্ত স্বপন অধিকারী ও তাঁর স্ত্রীকে আটক করে পুলিশ।