আজ ৪৭ বছরে পা দিলেন অনিল কুম্বলে

আজ ৪৭ বছরে পা দিলেন অনিল কুম্বলে

নিউজ ডেস্ক,১৭ অক্টোবর :আজ ৪৭ বছরে পা দিলেন অনিল কুম্বলে।প্রাক্তন সতীর্থকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বীরেন্দ্র সহবাগ। তিনি টুইট করেছেন, 'শুভ জন্মদিন জাম্বো (দলে কুম্বলের ডাকনাম)।তুমিই দলের সবচেয়ে বড় ধন। জন্মদিনটা খুব ভাল কাটুক।' কুম্বলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শচীন তেন্ডুলকরও।অপরদিকে কুম্বলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করতে গিয়ে বিতর্কে জড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টুইটারে প্রাক্তন ভারতীয় অধিনায়ক কুম্বলেকে শুধুই প্রাক্তন বোলার হিসাবে সম্বোধন করায় রুষ্ট কুম্বলের ভক্তদের অনেকেই। পরে অবশ্য সেই টুইট মুছে দেওয়া হয়েছে।