উত্তর লন্ডনের বাসিন্দা স্কুলপড়ুয়া ভারতীয় বংশোদ্ভূত অক্ষয় রুপারেলিয়া মাত্র ১৯ বছর বয়সেই একশো কোটিরও বেশি টাকার মালিক

উত্তর লন্ডনের বাসিন্দা স্কুলপড়ুয়া ভারতীয় বংশোদ্ভূত অক্ষয় রুপারেলিয়া মাত্র ১৯ বছর বয়সেই একশো কোটিরও বেশি টাকার মালিক

লন্ডন, ১৭ অক্টোবর : উত্তর লন্ডনের বাসিন্দা স্কুলপড়ুয়া ভারতীয় বংশোদ্ভূত অক্ষয় রুপারেলিয়া মাত্র ১৯ বছর বয়সেই একশো কোটিরও বেশি টাকার মালিক । একবছরের মধ্যেই তাঁর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১০৩ কোটি ২৩ লাখ টাকা। স্কুলে পড়াশোনার ফাঁকে নামমাত্র চার্জের বিনিময়ে সম্পত্তি কেনাবেচায় মানুষকে উপদেশ দিয়ে সাহায্য করে তাঁর সংস্থা ডোর স্টেপস কো: ইউ কে । মাত্র ১৬ মাস আগে সংস্থাটি পথচলা শুরু করে। এখন ব্রিটেনের বৃহত্তম সংস্থাগুলির মধ্যে ১৮ নম্বরে উঠে এসেছে । অক্ষয় তাঁর সংস্থার ওয়েবসাইট চালুর দু’সপ্তাহের মধ্যে সাসেক্সের এক ব্যক্তি ফোন করে বলেন, তিনি তাঁর একটি বাড়ি ও সঙ্গে একফালি জমি বেচতে চান । সেইসময় অক্ষয়ের নিজের গাড়ি ছিল না।তাই,বাড়িটির ছবি তোলার জন্য ভগ্নিপতিকে ৪০ পাউন্ড (প্রায় সাড়ে তিন হাজার টাকা) দিয়েছিলেন তাকে সাসেক্সে পৌঁছে দেওয়ার জন্য। 
অক্ষয় সাসেক্সে পৌঁছে জমি, বাড়ির ছবি তুলে আনার মাত্র তিন সপ্তাহের মধ্যেই তা বিক্রি হয়ে যায়।বর্তমানে তাঁর কম্পানিতে ১২ জন কাজ করেন। প্রথমদিকে স্কুলে গেলে বিভিন্ন জনের ফোন আসত। সমস্যা মেটাতে সেই সময় অক্ষয় একটি কল সেন্টারকে টাকা দিয়ে রাখেন শুধুমাত্র ফোন ধরার জন্য। স্কুল থেকে ফিরে তিনি ফোনের উত্তর দিতেন।অক্ষয়ের বাবা কৌশিক পেশায় কেয়ার ওয়ার্কার এবং মা রেনুকা পেশায় স্কুলশিক্ষিকা। ছেলের সাফল্যে স্বাভাবিক ভাবেই গর্বিত তাঁরা।