লুধিয়ানায় প্রকাশ্য রাস্তায় RSS নেতাকে গুলি করে খুন করলো দুই দুষ্কৃতী

লুধিয়ানায় প্রকাশ্য রাস্তায় RSS নেতাকে গুলি করে খুন করলো দুই দুষ্কৃতী

লুধিয়ানা, ১৭ অক্টোবর : প্রকাশ্য রাস্তায় খুন হলেন এক RSS নেতা। আজ সকালে লুধিয়ানার কৈলাশনগর এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন রবিন্দর গোসাই।ওই এলাকারই বাসিন্দা তিনি ।সেইসময়  দুই বাইক আরোহী খুব কাছ থেকে তাঁকে লক্ষ্যকরে গুলি চালায়।ঘটনাস্থলেই লুটিয়ে পরেন তিনি ।স্থানীয়রা তাঁকে উদ্ধারকরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ।আততায়ীদের পরিচয় জানা যায়নি ।তবে,পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে ।