ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে বন্ধুর সঙ্গে গন্ডগোলের জেরে খুন এক পড়ুয়া। নিহতের নাম প্রণব চক্রবর্তী (১১)
উস্তি :দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে একটি খোলা মাঠে ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে ২ বন্ধুর মধ্যে ঝগড়া লাগে।বচসা চরম পর্যায়ে পৌঁছয়।সেইসময়,বছর মুন্না মণ্ডল নামে এক কিশোর লাটাই দিয়ে তার বন্ধু প্রণব চক্রবর্তী (১২)মাথায় আঘাত করে।ঘটনাস্থলেই অচেতন হয়ে লুটিয়ে পড়ে প্রণব। বেগতিক বুঝে অচেতন বন্ধু প্রণবকে পাশের একটি পুকুরে ফেলে চম্পট দেয় ওই মুন্না। এদিকে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর