দার্জিলিঙের পাতলেবাসে বিমল গুরুঙের বাড়ি সংলগ্ন চার মোর্চা নেতার বাড়ি আগুনে ভস্মীভূত
দার্জিলিং, ১৫ অক্টোবর : দার্জিলিঙের পাতলেবাসে বিমল গুরুঙের বাড়ি সংলগ্ন চার মোর্চা নেতার বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গেলো । তবে, কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা এখনও স্পষ্ট নয়।তবে,বিমল গুরুঙের বাড়ি ও পার্টি অফিসে আগুন লাগেনি। আগুন লাগে গুরুঙের বাড়ির উলটো দিকে দীনেশ থিং, রাজেশ থিং, প্রবীণ সুব্বা ও অমিত চাঁদের বাড়িতে ।।