গুরদাসপুর উপনির্বাচনে ১লক্ষ ৯০ হাজারের বেশি ভোটে জিতলেন কংগ্রেস প্রার্থী সুনীল জাখর

গুরদাসপুর উপনির্বাচনে ১লক্ষ ৯০ হাজারের বেশি ভোটে জিতলেন কংগ্রেস প্রার্থী সুনীল জাখর


গুরদাসপুর:  বিনোদ খন্নার মৃত্যুর পর খালি হওয়া গুরুদাসপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় ছিনিয়ে নিলেন কংগ্রেস প্রার্থী সুনীল জাখর।ত্রিশঙ্কু এই লড়াইয়ে ১ লক্ষ ৯৩ হাজার ২১৯ ভোটের ব্যবধানে জিতেছেন জাখর। আজকের লড়াইয়ের কেন্দ্রে থাকা আসনটি দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত ছিল। সেখান থেকে কংগ্রেস এভাবে জয় ছিনিয়ে নেওয়ায়, কার্যত বড় ধাক্কা খেল বিজেপি। ছমাস আগেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন জিতে ক্ষমতায় আসে কংগ্রেস।