পুলিশের সঙ্গে মোর্চা সমর্থকদের গুলির লড়াই:এক এস আই এর মৃত্যু,উদ্ধার সাতটি AK ৪৭ ও ৫০০ রাউন্ড কার্তুজ

পুলিশের সঙ্গে মোর্চা সমর্থকদের গুলির লড়াই:এক এস আই এর মৃত্যু,উদ্ধার সাতটি AK ৪৭ ও ৫০০ রাউন্ড কার্তুজ

শিলিগুড়ি, ১৩ অক্টোবর : গতরাতে বিমল গুরুঙের খোঁজে পাতলেবাসের কাছে নিম্বু বস্তি এলাকায় তল্লাশি চালানোর সময়, পুলিশের সঙ্গে মোর্চা সমর্থকদের গুলির লড়াই শুরু হয়। এই ঘটনায় অমিতাভ মালিক নামে এক এস আই এর মৃত্যু হয়। অপরদিকে ২ মোর্চা সমর্থকের মৃত্যু হয়েছে বলে মোর্চার তরফে দাবি করা হয়।  পাঁচজন পুলিশকর্মীও আহত হয়েছেন।
গুরুংকে পালাতে সাহায্য করার জন্যই মোর্চা সমর্থকরা গুলি চালায় বলে জানা গেছে।  পুলিশের দাবি, ওই এলাকায় একটি অস্ত্র কারখানা আছে বলে গোপন সূত্রে খবর পেয়েই এই অভিযান চালানো হয়। ঘটনাস্থান থেকে সাতটি AK ৪৭ ও ৫০০ রাউন্ড  কার্তুজ উদ্ধার করা হয়েছে। 
এস আই অমিতাভ মালিকের বাড়ি মধ্যমগ্রামে।২৮ বছরের এই দুঃসাহসী সাব ইনস্পেক্টরের বিয়ে হয়েছিলো মোনালিসা দত্ত মালিকের সঙ্গে মাত্র ৬ মাস আগে।শুক্রবার সকালের দুঃসংবাদ এক নিমেষেই বদলে দিল মোনালিসা দত্ত মালিকের জীবন।