আজ দিল্লিতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ছে কলম্বিয়া-ঘানার ম্যাচ দিয়ে

আজ দিল্লিতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ছে কলম্বিয়া-ঘানার ম্যাচ দিয়ে

কলকাতা: আজ দিল্লিতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ছে কলম্বিয়া-ঘানার ম্যাচ দিয়ে । আজ মুখোমুখি হচ্ছে ভারত ও আমেরিকা।সল্টলেক স্টেডিয়ামে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে রবিবার চিলি-ইংল্যান্ডের মধ্যে। স্বভাবতঃই যে কোনও নামী স্টেডিয়ামকে টেক্কা দিতে প্রস্তুত নবসাজে সজ্জিত বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন।গতকাল দুপুরে স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের ক্রীড়া ও পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতায় আসা মানুষদের কাছে এবার আকর্ষণীয় স্থানের জায়গায় নতুন সংযোজন হিসেবে যুক্ত হল  বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন।অন্দরসজ্জায় যে কোনও আন্তর্জাতিক  হোটেলকে টেক্কা দিতে পারবে এই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন।তবুও , বিশ্বকাপের পর কী ভাবে রক্ষণাবেক্ষণ হবে স্টেডিয়ামের তা নিয়ে প্রশ্ন উঠায় ক্রীড়ামন্ত্রীর আশ্বাস, স্টেডিয়ামকে যখন নতুন রূপ দিতে পেরেছেন, তখন রক্ষণাবেক্ষণটাও করতে পারবেন। স্টেডিয়ামের মূল প্রবেশদ্বারের সামনের স্ট্যাচু অবশ্যই দর্শকদের মন কাড়বে। মুখ্যমন্ত্রী এই স্ট্যাচুর নকশা এঁকেছেন।মুখ্যমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়িত করেছেন শিল্পী সুব্রত ব্যানার্জি।