একটি বিএমডাব্লিউ গাড়ি চুরির ঘটনায় গ্রেফতার হলেন এক প্রাক্তন নৌসেনা আধিকারিক
দিল্লি ,৫ অক্টোবর : একটি বিএমডাব্লিউ গাড়ি চুরির ঘটনায় গ্রেফতার হলেন এক প্রাক্তন নৌসেনা আধিকারিক।ঘটনা রাজধানী দিল্লির । ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই বিএমডাব্লিউ গাড়িটি চুরি হয়।ওই নৌসেনা আধিকারিক পুলিশের পোশাক পরে গাড়ির চালকের চোখে দুলো দিয়ে এই কাণ্ড ঘটিয়েছে ভরত সিং নামের ৪৯ বছর বয়সী নৌসেনা আধিকারিক । সকাল পৌনে বারোটা নাগাদ লিফ্ট চেয়ে ওই গাড়িটিতে ওঠে ভরত সিং । তারপর চালককে ছুরি দেখিয়ে গাড়ির চাবি হাতরে নেওয়ার সময় গাড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে পড়ে চালক। চালক সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিলে পুলিশ ওই চালকের ফোন ট্র্যাক করতে থাকে। কারণ ফোনটি ছিল গাড়ির মধ্যেই । ফোনের লোকেশন দেখে গাড়িটিকে ধরে ফেলে পুলিশ। ধরা পড়ার পর অভিযুক্ত প্রাক্তন নৌসেনা আধিকারিক জানায় য়ে সে দিল্লির ডিটিবি বাজার থেকে ১,৫০০ টাকা দিয়ে ওই পুলিশি পোশাক কিনেছিল।