দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিলবিজেপির
শিলিগুড়ি, ৫ অক্টোবর : দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে বিজেপি আজ শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল বের করে। ভেনাস মোড়ে কাছে প্রতিবাদে সোচ্চার হলে বিজেপি কর্মীদের বাধা দেয় পুলিশ। ভেস্তে যায় প্রতিবাদ কর্মসূচি।
পাহাড় সফরের দ্বিতীয় দিনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দার্জিলিঙের চক বাজারে একটি সভা শেষে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁর উপর চড়াও হয় বেশ কিছু যুবক। চলে লাথি ঘুষি। ঘটনায় কয়েকজন বিজেপি কর্মী ও নেতা আহত হন। এরপরই নিরাপদ আশ্রয়ের খোঁজে দার্জিলিং সদর থানায় পৌঁছন দিলীপ ঘোষ।