রানিগঞ্জের শিল্পপতি মনোজ ভালোটিয়ার স্ত্রী পুষ্পা ভালোটিয়ার দেহ উদ্ধার হল বাড়ির ভিতরেই রক্তাক্ত অবস্থায়
রানিগঞ্জ, ৫ অক্টোবর : রানিগঞ্জের শিল্পপতি মনোজ ভালোটিয়ার স্ত্রী পুষ্পা ভালোটিয়ার দেহ উদ্ধার হল বাড়ির ভিতরেই রক্তাক্ত অবস্থায়। এলাকাবাসীর বক্তব্য, পুষ্পাদেবী নিজেই বন্দুক চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন । পরিবারের পক্ষ থেকে অবশ্য ঘটনার ব্যাপারে কোনওরকম মন্তব্য করা হয়নি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রানিগঞ্জের শিশুবাগান এলাকায় লায়ন্স ক্লাব সংলগ্ন পাড়াতেই থাকেন ভালোটিয়া পরিবার।প্রতিবেশীরা আজ দুপুরে মনোজ ভালোটিয়ার বাড়ি থেকে প্রথমে গুলির আওয়াজ ও পরে পরিচারকদের চিৎকার শুনে ছুটে যান । বাড়িতে ঢুকে মনোজবাবুর স্ত্রী পুষ্পা ভালোটিয়াকে অগ্নিদগ্ধ এবং রক্তাক্ত অবস্থায় দেখতে পান তারা । যে সময় ঘটনাটি ঘটে সেই সময় গৃহবধূর স্বামী মনোজ ভালোটিয়া বা পরিবারের কেউ বাড়িতে ছিলেন না বলেই দাবি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই গৃহবধূকে। সেখানে সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর।