অখিলেশ যাদব সমাজবাদী পার্টির সভাপতি পদে পুনর্নির্বাচিত

অখিলেশ যাদব সমাজবাদী পার্টির সভাপতি পদে পুনর্নির্বাচিত

আজ দলের নেতা রামগোপাল যাদব জানান যে , ২০১৯ সালের লোকসভা ও ২০২২-র বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি অখিলেশ যাদবকে সামনে রেখেই লড়বে । তবে, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব ও তাঁর ভাই শিবপাল যাদব আজকের , দলের কর্মসমিতির এই বৈঠকে  অনুপস্থিত ছিলেন। বৈঠকের পর অখিলেশ জানান , বাবা মুলায়ম সিং যাদবের আশীর্বাদ আছে তাঁর সঙ্গে । তবে, কাকা শিবপাল যাদবের সঙ্গে তাঁর দ্বন্দ্ব মেটার যে কোনও সম্ভাবনা নেই সেকথা স্পষ্ট করে দিয়েছেন তিনি। 
২৫ বছর আগে মুলায়ম সিং ও তাঁর ভাই শিবপাল যাদবের হাত ধরেই দলটির প্রতিষ্ঠা হয়েছিল।
এবছর ১ জানুয়ারি পার্টির জাতীয় সম্মেলনে দলের সভাপতি পদ থেকে বাবা মুলায়ম সিং যাদবকে সরিয়ে দিয়েছিলেন  অখিলেশ। নিজেই সভাপতি হয়ে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে  সাইকেল প্রতীকেই লড়ে তাঁর দল। পালটা অখিলেশকে দল থেকে বহিষ্কার করে দেন মুলায়ম।পরে অবশ্য তাঁকে ফিরিয়ে নেওয়া হয়। আর এই নাটকের জেরে সমাজবাদী পার্টির বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় ।