ফের সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা হলে সীমান্তে শত্রুপক্ষের ঘাঁটি চিহ্নিত করে তাতে অনায়াসেই আঘাত হানতে সক্ষম ভারতীয় বায়ুসেনা

ফের সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা হলে সীমান্তে শত্রুপক্ষের ঘাঁটি চিহ্নিত করে তাতে অনায়াসেই আঘাত হানতে সক্ষম ভারতীয় বায়ুসেনা

দিল্লি, ৫ অক্টোবর : আজ বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া জানান যে, ফের সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা হলে সীমান্তে শত্রুপক্ষের ঘাঁটি চিহ্নিত করে তাতে অনায়াসেই আঘাত হানতে সক্ষম ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া জানান, চিনের তরফ থেকে  কোনও হুঁশিয়ারি এলেও  তার মোকাবিলায় তৈরি ভারত। প্রয়োজনে দু’মুখো যুদ্ধেই  প্রস্তুত ভারত।
বায়ুসেনা প্রধান বলেন, “স্পেকট্রাম অপারেশনের  জন্য আমাদের ৪২ স্কয়্যাড্রন প্রয়োজন যা বর্তমানে ভারতের হাতে নেই। কিন্তু, তার মানে এই নয়, ভারত দু’মুখো যুদ্ধ করতে পারবে না। আমাদের কাছে প্ল্যান A-র পাশাপাশি প্ল্যান B-ও আছে।২০৩০ নাগাদ ৪২টি স্কয়্যাড্রন পাবে ভারত।"
আজ সাংবাদিক বৈঠকে বায়ুসেনা প্রধানকে পাকিস্তানের শর্ট-রেঞ্জ পারমাণবিক অস্ত্র তৈরির বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্নের  পাশাপাশি ডোকলাম নিয়ে ভারত ও চিনের মধ্যে অস্থিরতার বিষয়টিও ওঠে। এর পরিপ্রেক্ষিতেই দু’মুখো অপারেশনের কথা জানান বি এস ধানোয়া। ডোকলাম প্রসঙ্গে তিনি জানান , তিব্বতের ছুম্বি ভ্যালিতে এখনও চিনের সেনা রয়েছে। তারা  সেখান থেকে এখনও সব সেনা সরায়নি। আমরা আশা করব চিন সব সেনা সরিয়ে নেবে।