আগামী সেপ্টেম্বরের পর লোকসভা-বিধানসভা নির্বাচন একসঙ্গে

আগামী সেপ্টেম্বরের পর লোকসভা-বিধানসভা নির্বাচন একসঙ্গে


আগামী সেপ্টেম্বরের পর লোকসভা-বিধানসভা নির্বাচন একসঙ্গে করতে তাঁরা প্রস্তুত :নির্বাচন কমিশনার ওপি রাওয়াত
নিউজ ব্যুরো,৫ অক্টোবর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একই সময়ে সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচন করার পক্ষে যুক্তি দিচ্ছে। বিজেপির যুক্তি এতে সময় ও নির্বাচনের খরচ দুটোই বাঁচবে।এর প্রেক্ষিতে ভারতের  নির্বাচন কমিশনার ওপি রাওয়াত বলেছেন, ২০১৮ সালের সেপ্টেম্বরের মধ্যেই 'এক দেশ এক ভোট' ব্যবস্থা শুরু করা সম্ভব ।  কমিশনের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে । তবে, এই ব্যবস্থা আদৌও চালু করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় আছে। কারণ বেশ কিছু  রাজনৈতিক দল একসময়ে সমস্ত ভোট করার বিরুদ্ধে মত পোষণ করেছে।কংগ্রেসও  এই প্রস্তাবের বিরোধিতা করেছে। নির্বাচন কমিশনার ওপি রাওয়াত বলেন , কেন্দ্র ও রাজ্যের ভোট একই সময়ে করতে গেলে কমিশনের বিপুল অর্থের প্রয়োজন ।কিনতে হবে প্রচুর নতুন ইভিএম মেশিন ও ভিভিপিএটি মেশিন । সেজন্য কেন্দ্রের তরফে এর আগে  ৩৪০০ কোটি টাকা ও পরে ১২ হাজার কোটি টাকা  দেওয়া হয়েছে। সেইমতো অর্ডারও দেওয়া হয়েছে। সব মেশিন চলে আসলে তা খতিয়ে দেখে আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যেই কমিশন এক দেশ এক ভোট করাতে পারবে। সারা দেশে একসঙ্গে ভোট হলে অন্তত ৪০ লক্ষ ইভিএম ও ভিভিপিএটি মেশিনের দরকার হবে। তবে, কমিশন তৈরি হলেও সরকাররে সিদ্ধান্ত নিয়ে সংবিধান সংশোধনী বিল এনে তা পাশ করাতে হবে। তবেই, নতুন নিয়মে সারা দেশে একসঙ্গে নির্বাচন সম্ভব। প্রসঙ্গত ২০১৮ সালে গুজরাত, হিমাচলপ্রদেশ, কর্ণাটক, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরা এই সাতটি রাজ্যে বিধানসভা ভোট আছে।এরমধ্যে শুধুমাত্র মিজোরামে সামনের বছরের সেপ্টেম্বরের পরে নির্বাচন হওয়ার কথা।