পতঞ্জলির সি ই ও আচার্য বালাকৃষ্ণার নাম চলে এলো দেশের প্রথম ১০ ধনী ব্যক্তির তালিকায়

পতঞ্জলির সি ই ও আচার্য বালাকৃষ্ণার নাম চলে এলো দেশের প্রথম ১০ ধনী ব্যক্তির তালিকায়

নিউজ ডেস্ক :পতঞ্জলির সি ই ও  আচার্য বালাকৃষ্ণার নাম চলে এলো দেশের প্রথম ১০ ধনী ব্যক্তির তালিকায় ।  বালাকৃষ্ণার নামে পতঞ্জলি-সহ বাবা রামদেবের আরও কয়েকটি সংস্থার মালিকানা আছে । রামদেবের বাল্যবন্ধু বালাকৃষ্ণার সম্পত্তির পরিমাণ এখন ৭০ হাজার কোটি টাকা। পতঞ্জলির আয়ুর্বেদ ব্যবসা গোটা দেশে বিস্তৃত। পতঞ্জলি ছাড়াও খাতায়-কলমে রামদেবের আরও অনেকগুলো সংস্থার মালিক বালাকৃষ্ণা। এবার দেশের সেরা ১০ ধনী ব্যক্তিদের মধ্যে উঠে এলেন  পতঞ্জলির সি ই ও । এবছর তাঁর সম্পত্তির পরিমাণ বেড়ে  ১৭৩ শতাংশ দাঁড়িয়েছে । ২০১৭ -এ সংস্থার টার্নওভার ছিল ১০ হাজার কোটি।আর, সম্পত্তির পরিমাণ ৭০ হাজার কোটি।