খাগড়াগড় বিস্ফোরণের চক্রী বুরহান শেখ এস টি এফ এর জালে

খাগড়াগড় বিস্ফোরণের চক্রী বুরহান শেখ এস টি এফ এর জালে

কলকাতা: ৪ বছর পরে খাগড়াগড়কাণ্ডের মূল চক্রী বুরহান শেখকে কলকাতার মুচিপাড়া থেকে গ্রেফতার করল এসটিএফ। খাগড়াগড়কাণ্ডের পরই গা ঢাকা দিয়েছিল বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবি-র এই নেতা।সরকারি তরফে বুরহানের মাথার দাম ৩ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল।বর্ধমানের মঙ্গলকোটে একটি মাদ্রাসা তৈরী করে সেই মাদ্রাসাতেই মগজ ধোলাই থেকে শুরু করে চলাতো জঙ্গি প্রশিক্ষণ, মগজ ধোলাই।

২০১৪ সালের ২ অক্টোবর অষ্টমী পুজোর দিন বিস্ফোরণে কেঁপে ওঠে বর্ধমানের খাগড়াগড়।স্থানীয় একটি বাড়িতে ভাড়া নিয়ে চুপিসাড়ে সেখানে বোমা সহ মারাত্মক আগ্নেয়াস্ত্র তৈরী করার সময় আচমকা বিস্ফোরণ ঘটে।তদন্তে নামে এনআইএ। তদন্তে,বাংলাদেশি জঙ্গিগোষ্ঠী জেএমবি-র মডিউল ও স্লিপার সেলের নাম উঠে আসে।

তদন্তকারীরা ধীরে ধীরে বর্ধমান, বীরভূম,নদিয়া,মুর্শিদাবাদ,মালদা এমনকি অসমের বরপেটা, সাহিবগঞ্জ ও ঝাড়খণ্ডের পাকুরেও জঙ্গি-নেটওয়ার্কের হদিস পায়। তাঁদের কাছে একথা স্পষ্ট হয়ে যায় যে, জেএমবি এরাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধ মাদ্রাসার আড়ালে জেহাদি প্রশিক্ষণ শিবির চালাত । এভাবেই মুর্শিদাবাদের বেলডাঙা ও মোকামনগরে, বীরভূমের নানুরে এবং বর্ধমানের খাগড়াগড় ও শিমুলিয়াতেজঙ্গি-শিবিরের খোঁজ পাওয়া যায়।অভিযুক্তদের বিরুদ্ধে দেশদ্রোহিতা,বিস্ফোরক,অস্ত্র আইন, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করে এনআইএ।