উত্তরপ্রদেশে নৌকাডুবি : ২২ জনের মৃত্যু

উত্তরপ্রদেশে নৌকাডুবি : ২২ জনের মৃত্যু

বাঘপত : যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে।ঘটনাটি উত্তরপ্রদেশের বাঘপতের।ষাট জন যাত্রী বোঝাই নৌকাটি যমুনা নদীতে উলটে যাওয়াতেই এই বিপত্তি।খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ইতিমধ্যে ২২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।জরুরি ভিত্তিতে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ২ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।