সুরেশ রায়না বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন।
ইটাওয়ার: সোমবার গভীর রাতে আগ্রা-কানপুর হাইওয়েতে ইটাওয়ারের কাছে গাজিয়াবাদ থেকে কানপুর যাওয়ার পথে তার গাড়ির চাকা হটাৎ বার্স্ট করে। গাড়ির গীতি কম থাকার জন্য তাঁর বিশেষ কোন ছোট লাগেনি ও গাড়িরও কোন ক্ষতি হয়নি। পুলিশকে জানানোর পর ঘটনাস্থলে পুলিশ সঙ্গে সঙ্গে পৌঁছে যান ও তাঁর গন্তব্য স্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। বুধবার কানপুরে দলীপ ট্রফি ম্যাচ খেলতে নামবে ইন্ডিয়া ব্লু-দল। আর সেই দলের অধিনায়কের দায়িত্বে আছেন সুরেশ রায়না। গুরুতর কোন চোট না লাগে তিনি ওইদিন খেলতে নামবেন বলে জানিয়েছেন।