বাংলা নাম তিন ভাষাতেই।

বাংলা নাম তিন ভাষাতেই।

শুক্রবার নবান্নে আয়োজিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক করা হয় যে পশ্চিম বাংলার নাম ইংরেজি, হিন্দি ও বাংলাতে "বাংলা"-ই করা হবে। তার জন্যে কেন্দ্রীয় সরকারের কাছে এই প্রস্তাবটি পাঠানো হবে।
  রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বৈঠকের শেষে জানান যে কেন্দ্রীয় সরকার রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছিল যে রাজ্যের নাম তিনটে ভাষাতে একই রাখা হোক। ও সিদ্ধান্ত নিয়ে জানানো হোক। তাই চূড়ান্ত সিদ্ধান্তে আসার পর রাজ্য সরকার পশ্চিম বাংলার নাম "বাংলা" রাখার জন্য কেন্দ্রীয় সরকারকে জানাবে।