ফ্লোরিদা ইরমাতঙ্কে তটস্থ।

ফ্লোরিদা ইরমাতঙ্কে তটস্থ।

ইরমা বলে হারিকেন শুক্রবার কিউবাকে তছনছ করার পর দারুন গতিতে ফ্লোরিডার দিকে প্রতি ঘন্টায় ২৬০ কিলোমিটার বেগে এগোচ্ছে। কিউবাতে এখনো পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আগুয়ান হারিকেনটিকে কেন্দ্র করে ফ্লোরিডার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ৫০,৬০,০০০ এর কাছাকাছি মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে।
  আবহাওয়া দফতরের অনুমান ইরমার জেরে সমুদ্রের ঢেউ প্রায় ১২ ফুট পর্যন্তও উঠতে পারে। কিউবাকে লুণ্ঠিত করার পর ইরমাকে ক্যাটাগরি ৪ এ পরিণত করা হলো। আবহাওয়াবিদদের আশংকা ফ্লোরিডার সমুদ্র উপকূল দিয়ে জলীয় বাষ্প নিয়ে ঢোকার সময় ইরমা সম্ভবত ক্যাটাগরি ৫ এও পরিণত হতে পারে।
  মায়ামি পর্যন্ত ইরমার ভয়ে খালি করে দেওয়া হয়েছে। তার সাথে মায়ামি চিড়িয়াখানার কমপক্ষে ৩০০০ পশুপাখিকেও নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। স্কুল, কলেজ ও অফিস সমেত বন্ধ করে দেওয়া হয়েছে বন্দর, বিমানবন্দর ও ভূগর্ভস্থ পথও।