সংঘর্ষের ফলে জয়পুরে মৃত ১, কার্ফু জারি।
পুলিশ-জনতার সংঘৰ্ষ ছড়ালো রাজস্থানের জয়পুরে। ঘটনায় একজন প্রাণ হারায় ও ১২ জন আহত হন। সংঘর্ষের মাত্রা সীমার বাইরে চলে যাওয়ায় কার্ফু জারি করা হয়। মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয় ওই পরিস্থিতি সামাল দিতে।
উত্তেজিত জনতা থানার সামনে বিক্ষোভ করে এবং পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। তাতেও ব্যর্থ হন পুলিশ। পাশের বিদ্যুৎ দফতরে কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। তাঁরা এম্বুলেন্সেও আগুন লাগিয়ে দেয়।
ঘটনাটির সূচনা হয় শুক্রবার রাতে যখন জয়পুরের রামগঞ্জ এলাকায় এক মোটরবাইক আরোহীকে পুলিশ চেকিংয়ের জন্য থামতে বলে। পুলিশের থেকে পালানোর সময় ধরা পরে। মারধরও করা হয় তাঁকে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জয়পুরের মান চক, সুভাষ চক, গলতা গেট ও রামগঞ্জ এলাকায় কার্ফু জারি করা হয়েছে।