আদিবাসী প্রেমিকাকে প্রেমিকের সামনেই পাশবিক গণধর্ষণ।

আদিবাসী প্রেমিকাকে প্রেমিকের সামনেই পাশবিক গণধর্ষণ।

আদিবাসী তরুণীটি তাঁর প্রেমিকের বাইকে চড়ে ঝাড়খণ্ডের দীঘি এলাকার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সবে মাত্র বেরোচ্ছিলেন বাড়ি যাওয়ার জন্য। সেই সময় প্রায় ১৮ থেকে ২০ জনের এক দল তাঁদের ওপর চড়াও হয়।
  তরুণীর সাথে প্রেমের সম্পর্ক রাখার দায়ে ছেলেটির কাছ থেকে তারা ৫০০০ হাজার টাকা জরিমানা চায় ও তাঁর মোবাইল ফোনও দাবি করে। তাদের প্রস্তাবটি না মানায় ছেলেটির গায়ে ছুরি ঠেকিয়ে তাঁকে আটকে রাখা হয়। ও তাঁর প্রেমিকাকে তারই সামনে ২০ জন মিলে পাশবিক গণধর্ষণ করে ও অকথ্য অত্যাচারও চালায় তাঁর ওপরে।
  ধর্ষণের পর সমস্ত প্রমাণ মুছে ফেলার জন্য সেই তরুণীটিকে জোর করে স্নান করানো হয়। গুরুতর আহত ওই তরুণী দুমকা হাসপাতালে এখন চিকিৎসাধীন।