সিবিআই এজেন্ট হানিপ্রীত সিংহ ইনসান, এই খবর হয়ে উঠলো ভাইরাল।
গ্রেফতার হওয়ার পর থেকেই গুরমিত রাম রহিম সিংহের দত্তক নেওয়া ৪০ বছরের কন্যা হানিপ্রীত সিংহ এখনো পর্যন্ত পলাতক। কিন্তু এবারে শোনা গেছে যে তিনি আসলে এক সিবিআই এজেন্ট, এবং ধর্ষক প্রতারক গুরমিত রাম রহিম সিংহের গ্রেফতারের পিছনে আছে তাঁরই হাত।
অনুমান করা হচ্ছে তাঁর ধর্ষক বাবার হাতে যৌন হেনস্থা হওয়ার পরই তিনি সিবিআই এর সাথে যোগাযোগ করে গুপ্তচর হয়ে যান ও সিবিআই কে উনিই সব তথ্য জুগিয়ে দেন, যেহেতু তিনি সেই প্রতারক ধর্মীয় গুরুর সবচেয়ে কাছের মানুষ ছিলেন তাই তাঁর কাছেও এমন এমন কিছু তথ্য ছিল যা ওই প্রতারকের বিরুদ্ধে ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়েছে।
সিবিআই দফতরের থেকে যদিও এমন কোন খবর এখনো নিশ্চিত করা হয়নি তাও এটা অনুমান করা হচ্ছে যে সিবিআই আধিকারিকরা হানিপ্রীতের সাথে বরাবরই নাকি যোগাযোগ রেখেছিলেন। সেই দত্তক নেওয়া ধর্ষক বাবার কন্যা এখনো পলাতক এবং তাঁর বিরুদ্ধে এখনো লুক আউট নোটিশও জারি রয়েছে, তার মধ্যে এমন এক খবর রটার পরে যেন সকলেই আরো বিস্মিত হয়ে পড়েছেন।