বিহারের জে ডি ইউ নেত্রীর ছেলেকে জাবদজীবন কারাদণ্ড দেওয়া হল।
বিহারের জে ডি ইউ নেত্রী ও প্রাক্তন লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য মনোরমা দেবীর ছেলে রাকেশ রঞ্জন ওরফে রকি যাদবকে গত বছরের আদিত্য সাচদেভকে খুনের দায়ে ভারতীয় দণ্ডবিধির দ্বারা যাবতজীবন কারাদণ্ড দেওয়া হল।