বিহারের জে ডি ইউ নেত্রীর ছেলেকে জাবদজীবন কারাদণ্ড দেওয়া হল।

বিহারের জে ডি ইউ নেত্রীর ছেলেকে জাবদজীবন কারাদণ্ড দেওয়া হল।

বিহারের জে ডি ইউ নেত্রী ও প্রাক্তন লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য মনোরমা দেবীর ছেলে রাকেশ রঞ্জন ওরফে রকি যাদবকে গত বছরের আদিত্য সাচদেভকে খুনের দায়ে ভারতীয় দণ্ডবিধির দ্বারা যাবতজীবন কারাদণ্ড দেওয়া হল। 

  
  গত বছর ৭ ই মে ২০১৬ তে রাস্তায় রকিকে ওভারটেক করার জন্য আদিত্য সাচদেভকে গুলি করে হত্যা করলেন রাকেশ রঞ্জন। তাঁর সাথে আরো ২ জন ছিল। 
  
  উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার উপলক্ষে গয়ার ১৯ বছরের আদিত্য ও তাঁর ৪ বন্ধু নাইট আউট করতে বেরিয়েছিল, বাড়ি ফেরার সময় তারা রাকেশ রঞ্জনের পাশ দিয়ে ওভারটেক করে বেরোয়। ওভারটেক করার অপরাধে অপমান সহ্য করতে না পেরে মনোরমা দেবীর ছেলে তাকে গুলি করে খুন করেন ও পলাতকও হন। কিন্তু ২ দিন বাদেই তিনি পুলিশের হেফাজতে চলে আসেন। তাঁর পিতা বিন্দি যাদব একজন প্রভাবশালী ব্যবসায়ী যার ওপরে প্রমান ধ্বংস ও সাক্ষীদের প্রভাবিত করারও অভিযোগ রয়েছে। 
  
  বিন্দি যাদভকেও ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।