কঙ্গনা রনৌতের জাল দাবিতে এবার চটল আদিত্য পাঞ্চোলিও।
বলিউড তারকা কঙ্গনা রনৌতের দোষ তালিকাতে হৃত্বিক রোশান, করন জোহার, অধ্যয়ন সুমনের সঙ্গে এবার যোগ হল আদিত্য পাঞ্চোলিও।
কঙ্গনা রনৌত আবার তাঁর ব্যক্তিগত জীবন টিভির পর্দায় প্রকাশিত করলেন। এবার তাঁর অভিযোগ আরেক বলিউড তারকা আদিত্য পাঞ্চোলির ওপরে। রনৌতের দাবি তাঁর সংগ্রামশীল জীবনে আদিত্য পাঞ্চোলির সাথে সম্পর্ক থাকা কালীন তিনি তাঁকে স্বগৃহে বন্দি করে রাখতেন ও তাঁর অপব্যবহার করতেন। রজত শর্মার 'আপ কি আদালত' এর সাক্ষাৎকারে তিনি এমন উক্তি করেন।
কঙ্গনার আদিত্য পাঞ্চোলির সাথে সম্পর্কের কথা আগে না শোনা গেলেও রজত শর্মার 'আপ কি আদালতের' সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন এ কথা। শুধু যে পাঞ্চোলির ব্যাপারে বলেছেন তা একদমি না। বলেছেন বলিউড তারকা হৃত্বিক রোশান ও অধ্যয়ন সুমনের ব্যাপারেও, পরিচালক করন জোহারও রেহাই পেলেন না তাঁর নিন্দার থেকে। কঙ্গনার এই প্রকারের উক্তিতে ক্ষুব্ধ হয়েছে সকলেই, কিন্তু ক্রোধের সীমা পেরালেন আদিত্য পাঞ্চোলি। তিনি জানান যে এই প্রকারের মিথ্যে অভিযোগের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন ও এটাও জানান যে এই উক্তি শুধু ওনাকে না ওনার স্ত্রীকেও ক্ষুব্ধ করে তুলেছে, এবং তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
পাঞ্চোলি বলেন যে এতো বছর ধরে উনি এই ইন্ডাস্ট্রিতে আছেন, আজ পর্যন্ত এমন মন্তব্য কেউ কারোর বিরুদ্ধে করেনি। কঙ্গনাকে পাঞ্চোলি উন্মাদ বলেন ও বলেন যে ভগবান তাঁকে এত কিছু দিয়েছেন সেটা নিয়ে তাঁর খুশি ও নম্র থাকা উচিত।