সাংবাদিক গৌরী লঙ্কেশ খুন।

সাংবাদিক গৌরী লঙ্কেশ খুন।

আসলে, এটি গণতন্ত্রের হত্যাকাণ্ড।

০৫.০৯.২০১৭, বেঙ্গালুরু: বেঙ্গালুরুর সাংবাদিক গৌরী লঙ্কেশকে তাঁর ঘরে ঢুকে খুন করে কিছু দুষ্কৃতী। রাত ৮ টা নাগাদ লঙ্কেশকে তাঁর বারান্দায় গুলিবিদ্ধ করে খুন করে আনুমানিক ৩ জন। তাঁর বুকে ও মাথায় গুলি করা হয়। বিখ্যাত কবি-পরিণত-সাংবাদিক পি লংকেশের ৫৫ বছরের কন্যা গৌরী লঙ্কেশ পরিচিত ছিলেন হিন্দু চরমপন্থীদের বিরুদ্ধে সমালোচনা করার জন্য। তিনি একজন যুক্তিবাদী ছিলেন, তাই তাঁর মৃত্যুর সাথে সাথে তাঁর যুক্তিবাদী ধারণাগুলোও মারা যায়, বলেন কে এল অশোক, কমু সৌহার্দ ভেদিকে ফোরামের এক সদস্য ও লঙ্কেশের ঘনিষ্ট সহকর্মী।
  পুলিশের সন্দেহ যে এই খুনের পিছনে হয়তো ২ বছর আগের অর্থাৎ ২০১৫ সালের প্রফেসর এম এম কালবুর্গির খুনীদেরই হাত আছে যাকেও সমানভাবে তাঁর বাড়ির সামনে গুলিবিদ্ধ করে মারা হয়।
  বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগরে গৌরী লঙ্কেশের বাড়ির সামনে ও কর্পোরেশন সার্কেলে ভীড় জমে যায় ও তাঁরা প্রতিবাদ করতে শুরু করে। 
  কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী রামালিঙ্গা রেড্ডি জানান যে লঙ্কেশের বাড়ির আসে পাশে দুটো সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং তার সাহায্য নিয়ে দুষ্কৃতীদের ধরার চেষ্টা করছে পুলিশ।
 কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াহও সাংবাদিক গৌরী লঙ্কেশের মৃত্যুকে ঘিরে বিস্মিত ও মর্মাহত। "আসলে, এটি গণতন্ত্রের হত্যাকাণ্ড। তাঁর মৃত্যুতে, কর্নাটক একটি শক্তিশালী প্রগতিশীল আওয়াজ হারিয়েছে, এবং আমি একটি বোনধু হারিয়েছি।" মুখ্যমন্ত্রী তাঁর টুইটারে লেখেন।