ভারতের সাথে সাথে আরো ১৩৪ টি দেশ ৫ লাখেরও বেশি পাকিস্তানিদের বহিষ্কার করেছে।

ভারতের সাথে সাথে আরো ১৩৪ টি দেশ ৫ লাখেরও বেশি পাকিস্তানিদের বহিষ্কার করেছে।

ভারতের সাথে সাথে আরো ১৩৪ টি দেশ ৫ লাখেরও বেশি পাকিস্তানিদের বহিষ্কার করেছে। 

পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানায় যে গত পাঁচ বছরে বিশ্বের বিভিন্ন দেশ যেমন সৌদি আরব, ভারত, চীন ও অন্যান্য দেশ থেকে পাঁচ লাখেরও বেশি পাকিস্তানিদের বিভিন্ন কারণে বহিষ্কার করা হয়েছে। বিশ্বের ক্ষুদ্রতম ও কম পরিচিত দেশও পাকিস্তানবাসীদের তাদের দেশ থেকে বিভিন্ন কারণে ফিরিয়ে দিয়েছে। ২০১২ সালের জানুয়ারী মাস থেকে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত মোট ৫,৪৪,১০৫ জন পাকিস্তানিকে বিভিন্ন দেশ থেকে বহিষ্কার করা হয়। তালিকায় লাইবেরিয়া, মোজাম্বিক, ডোমিনিকান রিপাবলিক অঙ্গলা ও আরো অন্যান্ন ছোট ও কম গুরুত্বপূর্ণ দেশ ও আছে। 
  সব থেকে বেশি পাকিস্তানী নাগরিকদের বহিষ্কৃত করা হয় সৌদি আরব থেকে এবং তার পরেই তালিকাতে ক্রমানুসারে আছে আমিরশাহি, ওমান, মালয়েশিয়া, ইউ কে, তুরস্ক ও গ্রীস। 
  ভারতবর্ষ থেকে ২০১২ সালে মোট ১২ জন পাকিস্তানবাসীদেরকে বহিষ্কার করা হয়, ২০১৩ সালে তা কমে অর্ধেক হয় যায়, ২০১৪ সালে আবার ১৩ জন ভারত থেকে বহিষ্কৃত হয়, ১০ জন বহিষ্কৃত হয় ২০১৫ সালে, ২০১৬ সালে ৫ জন ও এই বছর অর্থাৎ ২০১৭ সালে জুন মাস পর্যন্ত এখনো পর্যন্ত ৩ জনকে বহিষ্কার করা হয়েছে, তার বিভিন্ন কারণের মধ্যে কয়েকটি হলো ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, নিয়োগকারী সংস্থা বা ভিসা স্পনসর দ্বারা ভিসা আটক রাখা, ভিসা বারানো, প্রবেশাধিকার না পাওয়া এবং অন্যান্য অসাধু উপায়ে প্রবেশের চেষ্টা করা ইত্যাদি।